ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পোষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকা থেকে ডাকাতির প্রস্ততিকালে এক ডাকাতকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
রোববার (৫ জুলাই) ভোর ৪টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মির্জাপুর পৌর সদরের মুনসুর ব্যাপারীর ছেলে সুরুজ্জামান (৪০) বলে জানা গেছে।
পুলিশ জানায়, মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকা থেকে ডাকাতের প্রস্ততিকালে সুরুজ্জামান নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের আরও ৪ সদস্য পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতাকৃৃত সুরুজ্জামান মহাসড়কের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই ডাকাতি করে আসছিলো। মূলত নেশার টাকা সংগ্রহ করতে এসব করতো।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ডাকাতির প্রস্ততিকালে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাত দলের বাকি ৪ সদস্যদের গ্রেফতার করা সম্ভব না হলেও তাদের পরিচয় জানা গেছে। সবার বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।