পালিচড়া এম এন উচ্চবিদ্যালয়ে ৮ম শ্রেণী শিক্ষার্থীদের মাঝে
জি এসসি পরীক্ষায় রেজিষ্টেশন ও প্রবেশ পত্র বিতারণ


আজ পালিচড়া এম এন উচ্চ বিদ্যায়ের ৮ম শ্রেণীর জি এস সি পরিক্ষার্থীদের মাঝে জি এস সি পরিক্ষার রেজিষ্টেশন ও প্রবেশ পত্র বিতারণ করা হয়। এবং দোয়া মহাফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পালিচড়া এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ সাজেদুল হক সাজু, আরো বক্তব্য রাখেন আল্লাহাজ্জ আমিনুর রহমান, সিনিয়র শিক্ষক, এএস এম কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, রেজাউল করিম, সিনিয়র শিক্ষক, আবু তালেম, সিনিয়র শিক্ষক, আশেক আলী হিটলার, ক্রিয়া শিক্ষক। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান।
পরিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চায় এবং বকাতব্য রাখেন পরিক্ষার্থী ফজলে রাব্বী এবং সর্বশেষে জি এস সি পরিক্ষার্থীদের হাতে জি এস সি পরিক্ষার রেজিষ্টেশন ও প্রবেশ পত্র বিতারণ করেন প্রধান শিক্ষক সাজেদুল হক সাজু সহ উপস্থীত সকল শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ।