টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসবির কনস্টেবল নিহত

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ এএম, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ | ৫৪৩

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জের উল্লা পাড়ার আব্দুল লতিফের ছেলে এবং সে ঢাকায় পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) কনস্টেবল হিসেবে কমরত ছিলেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিজ বাসা থেকে আরিফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে সল্লা এলাকায় পৌছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরোও জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।তারা আসলে আইনি পক্রিয়া শেষে লাশ পারবারের কাছে হস্তান্তর করা হবে ।