বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মটর সাইকেল আরোহীর

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ৪৯৮

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী জানান, সিরাজগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে জহুরুল ইসলাম মোটরসাইকেল যোগে জয়পুরহাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর জহুরুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি গতিরোধকের কারণে মোটরসাইকেলটিও পড়ে যায়। এসময় পেছন থেকে আসা বগুড়াগামী মালামাল বোঝাই ট্রাক জহুরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেকে) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

হা্ইওয়ে পুলিশের এস আই কাজল কুমার নন্দী জানান, চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।