ভারতে পাচার হওয়া কিশোরী,কিশোর বাংলাদেশে হস্তান্তর


ভারতে পাচার হওয়া দুই কিশোরী ও এক কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ বৃহস্পতিবার ২৪শে অক্টোবর বিকাল ৫ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়।
তারা হলো তাহিদুল শিকদার (১২) পিতাঃ নিজাম শিকদার গ্রামঃ রাজাপুর পোঃথানা কালিয়া জেলাঃ নড়াইল। ২।হালিমা খাতুন (১২) পিতাঃ জসিমউদিন গ্রামঃপন্ডিতপুর পোঃথানা শারশা জেলাঃযশোর ৩। নুপুর ডালি (১৪) দেব প্রসাদ গ্রামঃরাজনগর পো থানা ডুমুরিয়া জেলাঃ খুলনা।তারা দীর্ঘ ৮ মাস কলকাতা ওয়েল বেঙ্গল হোমে আটক ছিল।
বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানান, ভারতে পাচার হওয়া কিশোরী ও কিশোরদের বিএসএফ হস্তান্তর করেছে। তাদের কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশ মানবাধিকার সংস্থা জাস্টিজ এন্ড কেয়ার এর যশোর প্রতিনিধি নিকট হস্তান্তর করবেন ।