টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | ৬৭৯

২৫০শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৪ দালালকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।  

১৩ অক্টোবর রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম সূচি রাণী সাহার নেতৃত্বে এ অভিযান চালনা হয়।

সদর ফাড়ির পুলিশ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন, সদর হাসপাতাল পুলিশ বক্সের এএস আই নবীন হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আব্দুল করিম জানান, অভিযানে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলের  কবির হোসেন (২১), সন্তোষ এলাকার মাইন উদ্দিনের ছেলে মিজান (৪০), মীরের বেতকা এলাকার মীর আব্দুল লতিফ মিয়ার ছেলে মীর হাবিব (২৯)কে দুই মাস করে ও কোদালিয়ার এলাকার মোঃ হিসমত আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (২৪) কে  মাসে জেল দেওয়া হয়েছে। দন্ডবিদি ১৮৬০ সালে ২৯১ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।