ভালো আছেন মাশরাফির বাবা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | ৪২৭

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন গুরুতর অসুস্থ নন।

তিনি গুরুতর অসুস্থ বলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে যে খবর প্রচার হচ্ছে, তা সঠিক নয়।

শারীরিকভাবে খারাপ অনুভব করায় তাকে শুক্রবার বিকেলে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। তাতে খারাপ কিছু আসেনি। সব রিপোর্ট স্বাভাবিক আছে।

মাশরাফির ব্যক্তিগত সহকারী সানী বলেছেন, ‘উনার কাশি ছিল। আজ (শুক্রবার) দুপুরে কাশি দিতে গিয়ে বুকে টান লাগে, ব্যথা ওঠে। সিরিয়াস কিছু না, তবু নিশ্চিত হওয়ার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে। কার্ডিয়াকে কোনো অ্যাটাক নেই.’

জানা গেছে, রাতে তাকে সিএমএইচে রাখা হয়েছে। তিনি চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।