এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ | ৯০৬

দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব এস এম নজরুল ইসলাম এর স্মরণে ‘ওয়ালটন এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ওয়ালটন গ্রুপের সৌজন্যে ও গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ এসএম নুরুল আলম রেজভী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআর অ্যান্ড এডমিন) এস এম জাহিদ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও আদর্শ যুব সংঘের সভাপতি এস এম শোয়েব হোসেন নোবেল।

উদ্বোধনী খেলায় ধুলটিয়া উত্তরন যুব সংঘ ৫-৪ গোলে এলেঙ্গার রাজাবাড়ি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।  টুর্নামেন্টে ২টি গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এস এম নুরুল আলম রেজভী বলেন, ‘দেশের খেলাধূলায় ওয়ালটন গ্রুপ সব সময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে। ওয়ালটন চায়, বাংলাদেশ প্রযুক্তিপণ্যের পাশাপাশি খেলাধূলাতেও সারা বিশ্ব মাথা উঁচু করে থাকুক। আর তাই ওয়ালটন ফুটবল, ক্রিকেটের পাশাপাশি দেশীয় নানা খেলা নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে। এবার দ্বিতীয় বারের মতো প্রয়াত এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। আশা করি আগামীতেও ওয়ালটন এই টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে।’