আবরার ফাহাদ হত্যায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে। এরা সবাই মামলায় এজাহারভুক্ত আসামি।
শুক্রবার বিকালে বুয়েটের অডিটরিয়ামে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ কথা জানান।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে বুয়েটের শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর কিছু সময় পরে সংবাদ সম্মেলন করে ভিসির সঙ্গে বৈঠকের বিষয় নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত রোববার রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন পিটিয়েছে বলে অভিযোগ উঠে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। এ মামলায় এ পর্যন্ত এজহারভুক্ত ১৩ জন আসামিসহ ১৭ জন গ্রেপ্তার হয়েছে।