মহেশপুরে ফেনসিডিলসহ ক্লিনিক মালিক গ্রেফতার


ঝিনাইদহে ৩৫ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার নামে এক ক্লিনিক মালিককে গ্রেফতার করেছে বিজিবি।
বাশার জেলার মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ছামসুল হকের ছেলে। তার ভৈরব বাজার ও জিন্নানগর বাজারে ‘মডার্ন ক্লিনিক’ নামে দুইটি বেসরকারী হাসপাতাল আছে।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর কামরুল হাসান জানান, রোববার সকালে সামন্তা এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ক্লিনিক মালিক ও গ্রাম্য চিকিৎসক আবুল বাশার ফেনসিডিলসহ মটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তার ব্যাগ তল্লাশী করে ৩৫ বোতল ফেনসিডিল, নগত ৩ হাজার টাকা ও ১৩৫ সি সি কালো রংয়ের একটি ভারতীয় ডিসকভার মোটর সাইকেল জব্দ করে। এ ব্যাপারে তার নামে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।