টাঙ্গাইলে নিখোঁজের তিন মাস পর সৌদি প্রবাসী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ | ৪১৯

টাঙ্গাইলে নিখোঁজের তিন মাস পর মো. আক্কাস আলী (২৮) নামের এক সৌদি প্রবাসীকে ঢাকার গুলশান-২ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।

এসময় তিনি সাংবাদিকদের জানান, গত ২৫ জুন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৈয়ামধু গ্রামের মো. জাবেদ আলীর ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস আলী বিদেশ থেকে তার নিজ বাড়িতে আসেন। পরে ২৬ জুন তিনি সখিপুর থেকে টাঙ্গাইল সদর তারটিয়া ভাতকুঁড়া এলাকা বিদেশ থেকে বন্ধুর জন্য নিয়ে আসা মালামাল বুঝিয়ে দিতে যান। মালামাল বুঝিয়ে দেওয়ার পড় থেকে তিনি নিখোঁজ হয়। পরে ২৭ জুন ভিকটিমের বাবা টাঙ্গাইল মডেল থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গত ২৮ জুন আক্কাসের বিয়ের অনুষ্ঠান হবার কথা ছিলো, কিন্তু তখন সে নিখোঁজ থাকায় তার বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।

পরে শনিবার জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আক্কাস আলীকে রাজধানীর গুলশান-২ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া আক্কাস আলীকে কে বর্তমানে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।