মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্য দোয়া মাহফিল


টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে।
মঙ্গলবার বেলা বারটার দিকে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ছিবার উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, জাতীয় যুব পার্টির সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
পরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপজেলা পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।