মির্জাপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দ র্যালি


টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি করেছে ছাত্রলীগ।শনিবার সকালে মির্জাপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ এ আনন্দ র্যালির আয়োজন করে।র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করে দলীয় কার্য়ালয়ের সামনে নেতাকর্মীরা সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে র্যালি পরবর্তী সমাবেশে বক্তাতা করেন, মির্জাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, মির্জাপুর পৌর ছাত্রলীগ সভাপতি আবুবক্কর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।