মধুপুরে দুর্নীতির দায়ে অধ্যক্ষ কারাগারে


টাঙ্গাইলের মধুপুরে গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মেছবাহ উদ্দিনকে দুর্নীতির দায়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
মেছবাহ উদ্দিন মাদারীপুর জেলার কালকানি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মৃত আঃ করিমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মেছবাহ উদ্দিন মধুপুর উপজেলার গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদরাসায় ২০১১ সালের ১ জুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।
যোগদানের পর থেকে সে মাদরাসার তহবিল থেকে বিভিন্ন উপায়ে টাকা আত্মসাৎ করে আসছিলো। এ অবস্থায় সে ২০১৭ সালের ২৩ মে স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন তিনি। দুর্নীতির অভিযোগে চলতি বছরের ৬ মে টাংগাইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদলত মধুপুর অঞ্চলে ৭ লক্ষ ২৫ হাজার ৯‘শ ৩৩ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ মেছবাহ উদ্দিনে বিরুদ্ধে মামলা হয়। মামলা নং- সিআর-১৭২/২০১৯। বিজ্ঞ আদালত মামলটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।
পিবিআই তদন্ত করে টাকা আত্মসাতের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদন গ্রহণ করে মেছবাহ উদ্দিনের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সে হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিতে নির্দেশ প্রদান করেন।
গত বুধবার মেছবাহ উদ্দিন টাঙ্গাইলের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।