মির্জাপুরে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | ৪৯৮

টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ খালেক মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত দশটার দিকে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।

খালেক চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের জেমের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা নামক স্থানে মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তল্লাসী চালায়। এসময় রাত দশটার দিকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব- ১৪-১৫৭০) তল্লাসী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ খালেককে গ্রেপ্তার করেন। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে রফিকুল ইসলাম জানিয়েছেন।