মিঠাপুকুরে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত

রুবেল ইসলাম,মিঠাপুকুর
প্রকাশিত: ১১:১০ এএম, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৪১৭

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অক্সফার্ম এর সৌজন্যে আরডিআরএস-বাংলাদেশের বাস্তবায়নে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক ধর্মঘট,মানববন্ধন ও র‌্যালী পালিত হয়েছে।

সোমবার দুপুড়ে মিঠাপুকুর উপজেলায় চত্ত্বর এর সামনে এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক এর সহযোগিতায় উপজেলার যুবরা অংশগ্রহণ করেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মানববন্ধন ও র‌্যালীতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া,যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক নাথ,টেকনিক্যাল কর্মকর্তা নুরন্নাহার পারভীন,প্রজেক্ট ফ্যাসিলেটর আহসান-উল্লা,শাহনাজ পারভীন,শেফালী বেগম ও বেলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মিঠাপুকুর বেগম রোকেয়া তোরণ এর সামনে মানববন্ধন শেষে ঢাকা-রংপুর মহাসড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বর্তমানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে কি ধরণের সমস্যা হচ্ছে এবং আগামীতে কি সমস্যা হতে পারে সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি পরিবেশ বান্ধব সকল জিনিসপত্র ব্যবহার করার আহব্বান জানানে হয়। এখনি সময় জলবায়ু পরিবর্তনে সকলের এগিয়ে আসার তা না হলে এই পৃথিবী বসবাস অযোগ্য হয়ে পড়বে বলে এলাকাবাসীকে সচেতন করেন যুবরা।