লালমনিরহাটে গাঁজাসহ গ্রেফতার ২


লালমনিরহাটে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মোঃ রমজান আলীর ছেলে মোঃ আলতাফ হোসেন (৪০) ও একই উপজেলার কিসামত শিমুলবাড়ি গ্রামের ছফর আলীর ছেলে মোঃ মতিয়ার রহমান।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আইয়ুব হোসেন, সঙ্গীয় ফোর্স টিমসহ অভিযান চালিয়ে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ উক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।