কুড়িগ্রামের বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | ৪৬১

কুড়িগ্রামে মালিক বিহীন ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করছে বিজিবি।

২০ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে বিজিপির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ নির্দেশে কুড়িগ্রাম জেলার অভিযান চালানো হয়।

এসময় রৌমারী উপজেলার খেয়ারচর বিওপি’র নায়েব সুবেদার মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১০৬৯ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকবান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিক বিহীন ১১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩৮ হাজার টাকা।