মধুপুরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | ৪৭৪
টাঙ্গাইলে মধুপুরে ট্রাকের সাথে ব্যাটারি চালাতি ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। 
 
শুক্রবার সকালে উপজেলার চারানজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আব্দুল হালিম মিয়া (৩৫) উপজেলার আকাশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে। 
 
মধুপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার লাবলু তরফদার জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার চারানজানী এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। 
 
এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হালিম মিয়ার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।