সাবেক এমপি রানা'র নিজ জন্মভুমিতে আগমন উপলক্ষে ছাত্রলীগের কর্মীসভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ পিএম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৬৬২

ঘাটাইলের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান (রানা) এর নিজ জন্মভূমি ঘাটাইলে আগমন উপলক্ষে ২৫শে সেপ্টেম্বরের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ৷

গত ১৮ই সেপ্টেম্বর (বুধবার) সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগ বিকেল ৩টায় কর্মীসভার  আয়োজন করে ৷ সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকরামুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম খান সামু ৷

সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, যুগ্ন-আহ্বায়ক আব্দুল মান্নান,রকিবুল হক, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ বাছেদ আকন্দ' সংগ্রামপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন বাবু,যুগ্ন-আহ্বায়ক মনিরুজ্জামান ফজলু,বৃহত্তর সন্ধানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তানভীর রাহাত সনেট,ইউপি সদস্য  রেহেনা খানম আয়না, সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,হালিম মিয়া এবং হাফিজুর রহমানসহ শত শত নেতাকর্মী ৷