টাঙ্গাইলে বুনায়াদি প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | ৪৩৮

টাঙ্গাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে।

সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে তাদেরকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সনদ তুলে দেওয়া হয়।

জেলার সখিপুর, ঘাটাইল, মির্জাপুর ও সদর উপজেলার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সাইদুজ্জামান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাব ঢাকার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাহিরুল মাওলা।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

প্রশিক্ষণটির সমন্বয়কারী ও অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি র শাহ আলম সৈকত।