টাঙ্গাইলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ৩৯৬
টাঙ্গাইলে ১৪ গ্রাম হেরোইনসহ আলমগীর হোসাইন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
সোমবার সকালে ঘাটাইল উপজেলার নুচিয়া মামুদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়। 
 
ই-মেইল বার্তা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নের্তত্বে একটি দল ঘাটাইল উপজেলার নুচিয়া মামুদপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বসত বাড়ির ঘরের ভিতর থেকে সাদা রংয়ের পলিথিনে রাখা ১৪ গ্রাম হেরোইন জব্দ করা হয় ও তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।  
 
এই ঘটনায় মামলা ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।