লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


লালমনিরহাটের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ০১কেজি গাঁজাসহ মোঃ ওয়াজ উদ্দিন (৬০),এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোঃ ওয়াজ উদ্দিন লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়ার গ্রামের মৃত-ইসাহাক ফকিরএর ছেলে।
লালমনিরহাটের ডিবি এর অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেনে জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই/মোঃ ছিদ্দিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মোঃ ওয়াজ উদ্দিন (৬০),উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।