লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.হাসমত আলী,লালমনিরহাট
প্রকাশিত: ০১:৪৪ পিএম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ৩৯৩

লালমনিরহাটের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ০১কেজি  গাঁজাসহ মোঃ ওয়াজ উদ্দিন (৬০),এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ ওয়াজ উদ্দিন লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়ার গ্রামের মৃত-ইসাহাক ফকিরএর ছেলে।

লালমনিরহাটের ডিবি এর অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেনে জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই/মোঃ ছিদ্দিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মোঃ ওয়াজ উদ্দিন (৬০),উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।