মির্জাপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের ব্যস্ত দিন অতিবাহিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২ পিএম, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | ৪৩৭

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম মির্জাপুরে বিভিন্ন কর্মসূচীতে যোগ দেয়ার মাধ্যমে ব্যাস্ত দিন অতিবাহিত করেন। বৃহস্পতিবার তিনি এই ব্যাস্ত সময় পার করেন।

জানা গেছে, সকাল নয়টার দিকে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম মহেড়া ইউনিয়নে পৌছান। সেখানে তিনি মহেড়া ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন ্উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, মহেড়া ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মহেড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলিফ মিয়া, সাধারণ সম্পাদক আকবর ােসেন, মহেড়া নারী কল্যান সমিতির সভাপতি জয়ীতা রাজিয়া বেগম প্রমুখ।

এরপর জেলা প্রশাসক মহেড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি মহেড়া নারী কল্যান সমিতি কর্তৃক আয়োজিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

দুপুরে জেলা প্রশাসক মির্জাপুর উপজেলা পরিষদের মাসিক সভায় যোগ দেন। সেখানে তাকে স্বাগত জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভুমি ) মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, মো. মাইনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ জেলা প্রশাসক মির্জাপুর উপজেলা নির্বাহী অফিস এবং উপজেলা ভুমি অফিসের কার্যক্রম পদির্শন করেন।