নাগরপুরে গ্রীস্মকালীন ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ | ৭৮৪

টাঙ্গাইলের নাগরপুরে ৪৮ তম বাংলাদেশ জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ঐতিয্যবাহী যদুনাথ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া প্রমূখ।

খেলায় উপজেলার এস টি আই উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৭-৬ গোলে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য খেলা নির্ধারিত সময় গোল শূণ্য ড্র থাকায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। 

পরে ফুটবল খেলার বিজয়ী সহ গ্রীস্মকালীন অন্যান্য খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। এসময় তিনি উপস্থিত ক্রীড়ামোদীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন বিভিন্ন খেলায় আজ বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে। তাছাড়া খেলাধুলা শিশু কিশোরদের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।