তৈমুর একটা গুন্ডা, কেন বললেন সাইফ?


সাইফ আলি খান ও কারিনা কাপুরের পুত্র তৈমুর আলি খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। তবে ইদানীংকালে তৈমুরের গুন্ডামি নাকি একটু বেশিই বেড়েছে বলে দাবি তার বাবার।
সম্প্রতি তৈমুরের দুষ্টুমি নিয়ে আশঙ্কা প্রকাশ করে সাইফ ছেলেকে ‘গুন্ডা’ বলেছেন। এক সাক্ষাৎকারে তৈমুর সম্পর্কে বলতে গিয়ে সাইফ বলেন, তৈমুর অনেক দুষ্ট, অত্যাচারী। যদিও আমরা সবসময় তাকে ঘিরে থাকার চেষ্টা করি, তাই চিন্তার কিছু নেই। তবে তৈমুর একটা গুন্ডা। আমার তো সব সময় আতঙ্ক লাগে যে ও ইনায়ার (সোহা আলি খানের মেয়ে) চুল ধরে না টানাটানি করে।
সাইফ আরও বলেন, বাড়িতে সোহা ও কারিনা বাচ্চাদের নিয়েই আলোচনা করতে থাকে। সোহা মাঝে মাঝে আমায় পরামর্শ দেয়। তবে বেশিরভাগ সময় সে আর কারিনা বাচ্চাদের নিয়েই ব্যস্ত থাকে। আর আমরা বাড়ির এককোণে বসে আড্ডা দিতে থাকি, মদ্যপান করতে থাকি।