নাগরপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারন সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩ পিএম, শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | ৫৪১

টাঙ্গাইলের নাগরপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে নবনির্বাচিত টাঙ্গাইল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হল রুমে এ সাধারন সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হাজ্বি মো.গোলাপ হোসেন খানের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মো.আরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারন সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো.সহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক খন্দকার হারুন অর রশিদ, সহসভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধ্রন সম্পাদক মো.ইমরুল ভূইয়া, নীতিমালা বাস্তবায়ন কমিটির সভাপতি মোর্শেদ আলী খান প্রমূখ।

সাধারন সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে নাগরপুর উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে গোলাপ হোসেন খানকে সভাপতি ও আক্তারুজ্জামান বকুলকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।