ঘাটাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩ পিএম, বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | ৪৬৯

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথী ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান। মাদক’ বাল্য বিবাহ, ডেঙ্গু পরিস্থিতি, যানজটসহ আইন শৃঙ্খলার নানা বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ পেশ করেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকার, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান মিঠু ভ’ইয়া, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ,অধ্যাপক মতিয়ুর রহমান প্রমূখ।