ভূঞাপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু


‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি প্রধান অতিথি হিসেবে মেলা উদ্ধোধন করেন। তার আগে কৃষি অফিস কার্যালয় থেকে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষ্যে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পুনরায় ওই খানে এসে শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় র্যালি ও আলোচনায় উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও আলিফ নূর মিনি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা এস এম রাশেদুল হাসান প্রমুখ।