বিআরটিএতে অনিয়ম একেবারে কমে গেছে- ওবায়দুল কাদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮ | ৪২৫

প্রধান নির্বাচন কমিশনারকে তার দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) রাজধানীর গুলিস্তানে বিভিন্ন পরিবহনের লাইসেন্স ও ফিটনেস তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। এসময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনভোগান্তি কমাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারাদিনই শতাধিক গাড়ির ফিটনেস এবং পরীক্ষা-নিরীক্ষা সুষ্ঠুভাবে করে গাড়ির ফিটনেস দিয়েছি। আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে সব সঠিক হচ্ছে, এটা আমি বলতে পারি না। কারণ বিআরটিএতে অনিয়ম একেবারে কমে গেছে, এটা আমি বলতে পারি না। দালালের দৌরাত্ম্য এখনো আছে। আর আমাদের ম্যাজিস্ট্রেটের সংখ্যা যেটা এখন ৫ জন আছে, আমরা জেলা প্রশাসক থেকে সহযোগিতা নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘাটতি পূরণের চেষ্টা করছি। এখন অন্তত রাস্তায় বের হলে কিছু কাগজপত্র পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘আন্দোলন হওয়ার পথে, যেসব বিষয় ছাত্রছাত্রীদের আন্দোলনে নামতে প্রলুব্ধ করে, এরকম কিছু না থাকলে তারা আন্দোলনও করবে না। এছাড়া ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য এখন যেভাবে সচেতনতা বেড়েছে, এটাও একটা ভয় ভীতির কারণ হয়েছে। মাঝে মাঝে এ ধরনের চাপ না আসলে আমাদের সচেতনতা বাড়ে না। তাই এ চাপ দরকার ছিল।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশের বাস্তবতা সিইসি হয়তো মনে করেছেন, এটাই সত্য। তিনি তার বক্তব্যে আরও সংযত হবেন। তার কথাবার্তা আসলে এরকম 'স্লিপ' হতেই পারে। আশা করি তিনি ভবিষ্যতে এসব বিষয় খেয়াল করবেন।'