ক্রিমিনোলজিস্ট হওয়ার স্বপ্ন কেড়ে নিল অকাল মৃত্যু

মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৪:২১ পিএম, রোববার, ১২ নভেম্বর ২০১৭ | ২৭০১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ওমর ফারুকের ক্রিমিনোলজিস্ট হওয়ার স্বপ্ন কেড়ে নিল অকাল মৃত্যু ।


সংশিষ্ট সূএ হতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের  ক্রিমিলোজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিষ্টারে অধ্যায়নরত ওমর ফারুক সকাল আটঘটিকায় টিউশিনর জন্য তার শিক্ষার্থীও বাসায় গিয়ে অসুস্খ হয়ে পড়ে এবং বুকে প্রচন্ড ব্যাথা অনুভাব করে ।

এই অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ নেওয়া হলে সকাল ৮.৩০ মিনেটে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


উল্লেখ্য যে, ওমর ফারুকের গ্রামের বাসা পাবনায় এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ক্রিমিলোজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে ভর্তি হন