মশক নিধন ও পরিচ্ছন্নতায় নাগরপুরে ফগার মেশিন হাতে এমপি টিটু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯ এএম, বুধবার, ৩১ জুলাই ২০১৯ | ২৩৮

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে চলছে মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ।

সপ্তাহের শেষ দিনে বুধবার (৩১ জুলাই) দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নিজ হাতে ফগার মেশিন নিয়ে উপজেলা চত্বরে ফগ ছিটিয়ে জনসাধারনকে মশক নিধন ও নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেন।

এসময় তিনি বলেন, দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচঁতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বর্তমান সময়ের এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আজ থেকে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে মশক নিধন ওষুধ ছিটানো হবে। যাতে করে মশা তার বংশ বিস্তার করতে না পারে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ।