বাসাইলে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে গণভোজ ও আলোচনা সভা


টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিম বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আরিফ, ছানোয়ার ভূইয়া, শ্রী নিবাস, আবু মিয়া, শ্রী সুধল ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউছ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, সাত্তার জমাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান রোনু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা উজ্জল মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।