ভোলায় গাছের নীচে চাপা পড়ে এক শ্রমিক নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | ৪৭০

ভোলার দৌলতখানে গাছ কাটতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে মো. জহিরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিকের নিহত হয়েছে।

নিহত জহিরুল ইসলাম ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার ৩০ জুলাই দুপুর ১২ টার দিকে দৌলতখান উপজেলার চাউলতাতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এলাবাবাসী জানান, সকাল থেকে চাউলতাতলা এলাকায় রাস্তার পাশের গাছ কাটছিল জহিরুল ইসলাসসহ কয়েকজন শ্রমিক। মঙ্গলবার ১২টার দিকে ওই গাছের চাপায় জহিরুল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।