মধুপুরে দুর্বৃত্তের হাতে প্রবাসী খুন


টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে আব্দুল খালেক (৫৫) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের হাতে প্রবাসী খুন হয়েছেন।
আহত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পর পুলিশে খবর দেন এক বন কর্মকর্তা। পুলিশ তাকে উদ্ধার করে মধুপুর সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
গতকাল রোবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হিলারী ইয়াসমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খালেক মৃত্যুর আগে নিজের নাম খালেক, বাবা আব্দুল কাদের জেলা মুন্সিগঞ্জ ও উপজেলা লৌাহজং এটুকুই পুলিশকে বলে যেতে পেরেছেন। খবর পেয়ে ফাঁড়ির এএসআই রিপনের নেতৃত্বে একদল পুলিশ পৌনে ৫টার দিকে আহত খালেককে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক নিহতের পিঠে ও হাতে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন।
সহকারী পুলিশ সুপার গোপালপুর সার্কেল আমীর খসরু জানান, নিহতের বড় ভাই বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্ত করার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ডলার ব্যবসা সংক্রান্ত কারণে হয়ত দুর্বৃত্তের হাতে তিনি খুন হয়েছেন পুলিশ প্রাথমিক ভাবে এটা ধারনা করছে।