পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত 

মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড়
প্রকাশিত: ০৩:০০ এএম, সোমবার, ২৯ জুলাই ২০১৯ | ৪৭৬

 পঞ্চগড় বিদ্যুৎ স্পৃষ্টে শাহিন প্রধান (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

২৩ জুলাই মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। শাহিন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা প্রধান পাড়া গ্রামের বাবুল ইসলাম প্রধান'র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহিন নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জেকি মৃত ঘোষণা করেন।

মাগুরা ইউ.পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।