ভূঞাপুরে বন্যার্তদের চিকিৎসায় কাজ করছে ১০ টি মেডিক্যালটিম

মামুন সরকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ এএম, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ | ৪৪৬

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যাকবলিত ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫০ টি গ্রামে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দোগে কাজ করছে ১০টি মেডিক্যাল টিম। এসব টিমের সদস্যরা এ পর্যন্ত ২৫ হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে।

ইতিমধ্যে বন্যার্তদের মাঝে ৯০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ হাজার খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও বন্যার্ত বিভিন্ন রোগীকে প্যারাসিটামল, হিস্টাসিনসহ ৫ প্রকারের ২৫ হাজার ট্যাবলেট বিতরন করা হয়েছে। প্রতিদিনই হাসপাতালের বর্হিবিভাগেও বন্যাকবলিত এলাকার রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদের অধিকাংশই পানি বাহিতরোগী বলে জানা গেছে।

উল্লেখ্য,উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে গত ৩০ বছরের সবচেয়ে বড় বন্যা পোহাচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুরের মানুষ। অস্বাভাবিক পানির শ্রোতে ভূঞাপুর-তারাকান্দী সড়ক ভেঙ্গে পাশ্ববতী আরো ৩টি উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।

ভূঞাপুরে বন্যার্তদের চিকিৎসা সেবার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ বলেন, বন্যার্ত মানুষের চিকিৎসাসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে ১০ টি মেডিক্যালটিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।