টাঙ্গাইলে গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে পুলিশ বিভাগের সাংবাদিক সম্মেলন

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০২:১২ এএম, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ | ৪৭০

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে গুজব ছড়ানো বন্ধ করতে এবং এ বিষয়ে মানুষকে সচেতন করতে কার্যক্রম শুরু করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় জানান, গুজবে কান না দিতে এবং গুজব রটানোকারীকে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহবান জানিয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র লিফলেট বিতরন, সচেতনতামুলক সমাবেশ ও মাইকিং করা হচ্ছে। এছাড়াও প্রচারনামুলক সাইকেলর‌্যালীসহ বিভিন্ন কর্মসুচী পালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।