ভোলায় পুলিশ সুপারের গণসচেতনতা মূলক প্রচার-প্রচারনা


গুজব আতঙ্ক সারাদেশে মাথা কাটা ও ছেলেধরা সন্দেহে প্রতিদিন গণপিটুনি দিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে এবং ইভটিজিং,বাল্যবিবাহ,মাদক, জঙ্গীবাদ প্রতিরোধে ভোলায় জেলা পুলিশের আয়োজনে গণসচেতনতা মূলক প্রচার-প্রচারনা শুরু হয়েছে।
বুধবার(২৪ জুলাই) দুপুরে ভোলা সদর নতুন বাজার চত্ত্বরে একটি পথসভার মধ্যে দিয়ে এই প্রচার-প্রচারনা শুরু করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
পথসভায় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন,গুজব,জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং’র মত বিষয়ে ভোলাবাসীকে সচেতন থাকার আহব্বান জানান। ভোলা জেলা হবে গুজব,জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং’র মত ভয়ংকর অপরাধ মুক্ত।
তিনি আরো বলেন, এ ধরনের অপরাধ ও অপরাধীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহব্বান জানান এবং গুজবে কান না দিয়ে ছেলে ধরা সন্দেহে হলে কাউকে গণপিটুনি না দিয়ে আইন নিজেরা হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে সোপর্দ করার জন্য আহব্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর মডেল থানার ওসি ছগির মিঞা, জেলা গোয়েরন্দ পুলিশ(ডিবি)’র ওসি মোঃ শহিদুল ইসলাম,টিআই মাসুদুর রহমান, টি আই ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।
পথসভা শেষে জেলাবাসীকে সচেতন করার জন্য নতুন বাজারসহ শহরওে বিভিন্ন এলাকায় গনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এছাড়াও গুজব,জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং’র মত অপরাধ ঠেকাতে ভোলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করে গণসচেতনতা মূলক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে পুলিশ।