টাঙ্গাইলে এসডিজি বাস্তবায়ন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:২৭ এএম, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | ৫৮৫

টাঙ্গাইলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষায়ক কর্মশালা মঙ্গলবার ২৩ জুলাই দিনব্যাপী টাঙ্গাইল ভিক্টেরিয়া ফুট জোন রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যলয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া।

কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বাস্তবায়নের বিভিন্ন রুপরেখা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক শিক্ষার্থী,জনপ্রতিনিধিসহ বিভিন্ন উদ্দ্যেত্তারা অংশ নেন।