বন্যার ভাঙনে ভূঞাপুর-তারাকান্দি সড়ক সংস্কারে কাজ করছে সেনাবাহিনী

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১১:৩৯ এএম, রোববার, ২১ জুলাই ২০১৯ | ৪৬৮

বন্যার পানির তীব্র স্ত্রোতে ভেঙে গেছে টাঙ্গাইলের ভুঞাপুর-তারাকান্দি সড়ক। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সড়কটি ভেঙে যায়। এতে নতুন করে প্লাবিত হয়েছে আরো ১০ টি গ্রাম।

ভূঞাপুর-তারাকান্দি সড়কে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শহীদ সালাউদ্দীন সেনানীবাস বঙ্গবন্ধু সেনানীবাসের ১৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সেনা সদস্যরা সড়ক সংস্কারে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ এ সড়কটি রক্ষার জন্য সেনা মোতায়েনের দাবী উঠছিলো বেশ কয়েকদিন ধরেই। সড়কটি ভাঙার আগে সেনা মোতায়েন করা হলে হয়তো এতো বড় সমস্যার সম্মুখীন হতে হতো না। পোহাতে হতোনা হাজার হাজার মানুষের দূর্ভোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ জানান, বন্যাকবলিতদের দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভেঙে গেছে। সড়কটিতে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া ভাঙন অংশে পানি উন্নয়ন বোর্ডও কাজ করে যাচ্ছে।