মিঠাপুকুরে

ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলার শিকারে প্রতিবাদ র‌্যালী ও সমাবেশ

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০৪:২৭ এএম, রোববার, ২১ জুলাই ২০১৯ | ৪৯৯

রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর(সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সন্ত্রাসী হামলার শিকারে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তরে শুরু হয়ে ঢাকা-রংপর মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর থানায় গিয়ে থানা ঘেরাও করে।সেখানে অবিলম্বে চেয়ারম্যান এর ওপর হামলাকারী সন্ত্রাসীকে গ্রেফতার করার নির্দেশ দেন।যদি গ্রেফতার করা না হয় কঠোর কর্মসূচির ঘোষনাও দেন নেতারা।

পরে উপজেলা পরিষদ চত্তরে ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফসার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলা রাঙ্গা ,ফয়জার রহমান খান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মেজাম্মেল হক মিন্টু মিয়া,উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান সোহাগ ও রফিকুল ইসলাম তুহিনসহ প্রমূখ নেতৃবৃন্দ।প্রতিবাদ সমাবেশে মিঠাপুকুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গ, মাদক ও চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় গত ১৪ তারিখে উপজেলা পরিষদ চত্তরের সামনে হামলার শিকার হন তরুণ ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার।