আকস্মিক বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কিত
টাঙ্গাইল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্টিত


আকস্মিক বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কিত টাঙ্গাইল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।
২০ জুলাই শনিবার দুপুর ১২ টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রনালয়ে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.শাহ্ কামাল।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,গোপালপুর-ভুয়াপুর টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনি,ঘাটাইল ৩ আসনের সংসদ সদস্য আতোয়ার রহমান খান,কালিহাতি ৪ আসনের সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী, নাগরপুর দেলদুয়ার ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এছাড়া টাঙ্গাইল জেলা আটটি উপজেলার চেয়াম্যান, সরকারী সকল কর্মকতা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।