টাঙ্গাইলে হাতি দিয়ে
চাঁদাবাজির ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে তাড়া!


টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করার ছবি তুলতে গিয়ে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তরের দুই সাংবাদিককে হাতি দিয়ে তাড়া দিয়ে ছবি তুলতে বাধাঁ দেয়া হয়েছে।
এছাড়াও ওই দুই সাংবাদিকের পথ অবরোধ করে রাখে। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় দুইজন সাংবাদিককে উদ্ধার করা হয়। গতকাল (বুধবার) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার টেপিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা দুইটি হাতি দিয়ে ভূঞাপুর-তারাকান্দি সড়কে চলন্ত যানবাহন থেকে চাঁদাবাজি করতে করতে ভূঞাপুরের দিকে আসতে থাকে।
এসময় হাতি দিয়ে চাঁদাবাজি করার ছবি তুলতে যায় দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। চাঁদাবাজির ছবি তোলার সময় হাতিতে থাকা ব্যক্তিরা হাতি দিয়ে তাড়া দেয়। তাড়া খেয়ে ওই দুই সাংবাদিক সড়কের নিচে নেমে পড়ে।
পরে দুই সাংবাদিকে অবরোধ করে রাখা হয়। এসময় ভূমি অফিসের নাজির হাফিজুল ইসলাম ও পুলিশের এসআই কাইয়ুম ফোর্স নিয়ে প্রায় দুইঘন্টার পর সাংবাদিকদের উদ্ধার করা হয়। পরে চাঁদাবাজি না করতে পুলিশের পক্ষ থেকে হাতির দুই ব্যক্তিতে মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়।