ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৯ পিএম, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭ | ৫০৯

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের (ঢাকা-পঞ্চগড় মহাসড়ক) বড় খোঁচাবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। সহযাত্রী অপরজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ১১ টায় সাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহর থেকে নিজ বাড়ি সিঙ্গিয়া গ্রামে যাওয়ার পথে এ ‍দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও শহর থেকে বাড়ি যাওয়ার পথে বড় খোঁচাবাড়ির অটো রাইস মিলের সামনে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় জাহিদুল (১৫) ও রাকিব (১৩)।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবের অবস্থার অবনতি হলে তাকে তৎক্ষণাৎ রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহত জাহিদুল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং রাকিব একই গ্রামের মজনু রহমানের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্র্ঘুটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।