ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫১ এএম, রোববার, ৭ জুলাই ২০১৯ | ৫৫৭

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ৪৩ কোটি ৪ লাখ ৫২ হাজার ৪ শত ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে নতুন কোন কর আরোপনা করে পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান এ বাজেট ঘোষনাকরেন।

জানাযায়, ঘোষিত বাজেট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৫ শত ৮৩ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৭ শত ৫৭ টাকা। মূলধন ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৮ হাজার এক শত পচিঁশ টাকা।

এ সময় পৌরসভার কাউন্সিলির আবু হায়দার লিটন, রওশন আরা রুবি, হেকমতআলী, কাজী জাহাঙ্গীর, সাইফুল ইসলামসহ সকল কাউন্সিলর বৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহমুদুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন, উপ-সহকারী মনিরুজ্জামান তালুকদার সহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।