জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সম্পন্ন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | ৫৫১

বৃষ্টি বিঘ্নিত সকালে ঈদুল ফিতর উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্’র শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে আটটায় সম্পন্ন হয়েছে।

এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ লাখো মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। বৈরী আবহাওয়া মধ্যেও লাখো মুসল্লি নামাজ আদায় করেছে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সুপ্রীমকোর্টের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পেরেশনের মেয়র, উর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা নামাজ আদায় করেন।

বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মুসল্লিকে নিয়ে ঈদগাহ ময়দানে ঈমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লীরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, গতকাল সন্ধ্যা থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দ্বিধায় ছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় বৈঠক শেষে ব্রিফিংয়ে আজ ঈদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।