চাঁদ দেখা কমিটির ফের বৈঠকে

বুধবারই উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | ৮১৭

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (৪ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ফের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যায় বৈঠকে বসেছিল কমিটি। তখন দেশের কোথায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানায় কমিটি। এই সংবাদ ও আবাহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে তখন কমিটি জানায়, চলতি বছর দেশে ৩০টি রোজা পালিত হবে এবং ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে কমিটি।

ব্রিফিংয়ে মন্ত্রী জানান,লালমনিহাটে পাটগ্রামে,কুড়িগ্রামে ও দিনাজপুরে চাঁদ দেখা গেছে। এরপর তা যাচাই বছাই করে শরীয়তের নিয়মানুযায়ীই আগামীকাল ঈদ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।