কোথাও চাঁদ দেখা যায়নি আগামী বৃহস্পতিবার ঈদ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৫০ এএম, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | ৩৩৩

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৪ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে রাত পৌনে ৯টার দিকে কমিটির ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে দেশের ৬৪টি জেলা থেকে তথ্য সংগ্রহ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে কোনো জেলা থেকেই চাঁদ দেখার খবর পায়নি কমিটি। পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে কমিটি।

দেশের ৬৪টি জেলা থেকে পাওয়া খবর ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ শেষে কমিটি জানায়, ২৯ রমজানের দিন সন্ধ্যায় বাংলাদেশের কোনো এলাকার আকাশে চাঁদ দেখা যায়নি। এছাড়া আবহাওয়া অফিসের সূত্রে এমন কিছু জানা যায়নি। সুতরাং এবার দেশে রোজা পালিত হবে ৩০টি এবং আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।