মির্জাপুরে ডিআইজি হাবিবুর রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৬ এএম, শনিবার, ১ জুন ২০১৯ | ৫২৫

ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান বলেছেন, ঢাক-টাঙ্গাইল মহসড়ক হয়ে চলাচলকারী ঘরমুখো মানুষের ঈদযাত্রা হবে স্বস্তির। এ বছর ঈদে ঘরমুখো মানুষ সবচেয়ে কম দুর্ভোগে বাড়ি ফিরবেন। এজন্য পুলিশসস বিভিন্ন সংস্থা সর্বাতœক প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, গাজীপুরের পুলিশ সুপার বেগম শামসুন্নাহার, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি নিরঞ্জন পাল ও শামসুল ইসলাম সহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘পুলিশের ব্যবস্থাপনার সঙ্গে অন্যান্য সহযোগী সংস্থা, জেলা প্রশাসন, সহযোগিতা করছে। আমাদের ব্যবস্থাপনা অত্যন্ত গতিশীল হয়েছে। এতে ঈদের আগে সামনে থাকা দিনগুলোতেও আমরা যানজটের আশঙ্কা করছি না। সামনের সোম ও মঙ্গলবার গাড়ির চাপ বাড়তে পারে কিন্তু তা যানজটের পর্যায়ে যাবে বলে আমরা মনে করিনা।’

যানবাহনের গতি প্রসঙ্গে ডিআইজি বলেন, ‘নির্ধারিত গতিতে যেন চালকেরা যানবাহন চালান সেদিকে পুলিশ খেয়াল রাখছে। এক্ষেত্রে চালকদেরও সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ কোন যান যেন মহাসড়কে না উঠে সেদিকে পুলিশ খেয়াল রাখছে। আইন লংঘন করলে পুলিশ আইনানুগ পদক্ষেপ নেবে।’

ভোগান্তি ছাড়া ঈদে ঘরমুখো মানুষ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলারক্ষকারী বাহিনীর প্রায় পৌঁনে ৭০০ সদস্য। টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটার যানজট নিরসনে দিনভর পরিশ্রম করছেন তারা। জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ দিনরাত নিররশ পরিশ্রম করে যাচ্ছে মহাসড়কে স্বস্তির যাত্রা নিশ্চিত করতে। টাঙ্গাইল অংশেই পুলিশের ৬ টি অস্থায়ী সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানিয়েছেন।